নন্দীগ্রামে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে জৈব সার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১০ বার।

বগুড়ার নন্দীগ্রামে বাণিজ্যিকভাবে কারখানায় তৈরি হচ্ছে প্লোর‌্যাক্র নামের জৈব সার। এ সার তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে জাহাঙ্গীর আলম। তার তৈরি জৈব সার এখন বগুড়া ছাড়িয়ে সিলেট, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করছেন।

জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ২০১৭ সালে তার এক সহযোগী নাছির উদ্দিনকে সাথে নিয়ে প্রথম জৈব সার তৈরি শুরু করে। চেম্বার পদ্ধতিতে ট্রাইকো ডারমা মিশ্রিত জৈব সার তৈরিতে গোবর, মুরগীর বিষ্টা, বিভিন্ন লোতা-পাতা ও পচনশীল আর্বজনা ব্যাবহার করা হয়। মিশ্রনগুলো চেম্বারে ২১ দিন সংরক্ষণ করে তা রোদে শুকিয়ে মিশিনে ভেঙ্গে নেটিং করা হয়। পরে এ সার দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করার জন্য ১০ কেজি ও ৪০ কেজির বস্তায় প্যাকিং করা হয়। 

জাহাঙ্গীর আলম বলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে প্রশিক্ষণ গ্রহন পর বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল হতে অনুমতি নিয়ে প্রথমে দুইজন শ্রমিক নিয়ে জৈব সার তৈরি শুরু করি। এখন ১২ জন শ্রমিক নিয়ে প্রতি মাসে ৪ মেট্রিকটণ সার তার কারখানায় উৎপাদন হয়। ১০ টাকা কেজি দরে প্রতি মাসে তিনি ৪০ হাজার টাকার এ জৈব সার বিক্রি করছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মুহঃ মশিদুল হক জানান, জৈব সার তৈরি করে ইতিমধ্যে জেলাব্যাপী পরিচিত হয়ে উঠেছেন জাহাঙ্গীর আলম। জৈব সার মাটির পুষ্টিগুন বৃদ্ধি করে। এ সার ব্যবহারে মাটির গঠন উন্নত হয় এবং উৎপাদিত ফসলের গুণগতমান ভালো হয়। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা জাহাঙ্গীর আলমকে করা হচ্ছে।