খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ ১০:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। এ ছাড়া আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

গত বছর অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি যুবরাজের মিডিয়া উপদেষ্টা সাউদ আল-কাহতানি এবং গোয়েন্দা সংস্থার উপ-প্রধান মেজর জেনারেল আহমেদ আসিরিকে চাকরিচ্যুত করে সৌদি কর্তৃপক্ষ।

তবে খাশোগিকে হত্যাকাণ্ডে সাউদ আল-কাহতানির দিকে বারবার আঙুল উঠলেও শেষপর্যন্ত তাকে অভিযুক্ত করা হয়নি।

সৌদি পাবলিক প্রসিকিউটর জানান, আল-কাহতানির বিরুদ্ধে তদন্ত হলেও অভিযোগ থেকে তাকে রেহাই দেয়া হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাশোগি। গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের এই কলামিস্ট।

শুরুতে তাকে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে সৌদি। তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

পরবর্তীতে তুরস্কের তদন্তে বেরিয়ে আসে মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই  খাশোগিকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনেও একই বিষয়টি উঠে আসে। 

যদিও ঘটনার সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে বারবার দাবি করে রিয়াদ।