বগুড়ার ধুনটে শীতার্ত এতিমদের পাশে ইউএনও

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ ১২:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭২ বার।

পৌষের শুরুতেই শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে বগুড়ার ধুনট উপজেলার সর্বত্র। প্রচন্ড শৈত্য প্রবাহে নকাল এলাকার জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি কষ্ট পোহাতে হয় অসহায় শিশু ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের।

শীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে সামান্য উষ্ণতা দিতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এর অংশ হিসেবে সোমবার দুপুর ২টার দিকে পশ্চিম ভরনশাহী উত্তর অফিসার পাড়া নূরানি হাফিজিয়া ক্বাওমিয়া মাদ্রাসা ও মদিনাতুল উলুম কওমি নুরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট পৌরসভার কাউন্সিলর সোলায়মান আলী ও সাংবাদিক বাবুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।