বগুড়ায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

নারী অধিকার বিষয়ে যুবকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এ্যাডভোকেসীর মাধ্যমে বগুড়ায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে।সোমবার সকাল ১১ টায় শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে জিও এবং এনজিওদের সাথে এক সভায় এসব অভিজ্ঞতা বিনময় করা হয়।  

পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়া আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন। অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আকতারী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম, কাজী, ইমাম, যুব সদস্য, প্রেসার গ্রুপ সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধি, এনজিও প্রধান ও প্রতিনিধি, সাংবাদিক সহ পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মোঃ মাসরুকুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার নিলুফ ইয়াসমিন।

সভায় পারিবারিক সহিংসতার কারণ ও প্রতিকার বিষয়ে সকলে নিজ নিজ অবস্থান থেকে তাদের অভিজ্ঞতা সমূহ বিনিময় করেন। ফলপ্রসূ আলোচনা শেষে বাল্যবিবাহকে পারিবারিক সহিংসতার একটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধে পল্লী উন্নয়ন প্রকল্পের গৃহীত কর্মসূচি এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ও সাফল্যের প্রসংসা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ২০২১ সালের মধ্যে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করা সম্ভব হবে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম জানান, তিনি নিজেও তার ইউনিয়নটিকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। পল্লী উন্নয়ন প্রল্পের সচেতনতামূলক কার্যক্রম এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে আগামী ২০২১ সাল নাগাদ আশেকপুর ইউনিয়নকে সম্পূর্ণরূপে বাল্যবিবাহ মুক্ত করার অঙ্গীকার ব্যাক্ত করেন।