বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে তেলিপুকুর মাদ্রাসায় জঙ্গীবাদ বিরোধী আলোচনা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮ ১১:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১২ বার।

বেসরবারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উদ্যোগে মঙ্গলবার বগুড়ার তেলিপুকুর শাহ্কামালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়। জঙ্গিবাদ নিরসনে ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সচেতনতা ও ভোকেশনাল প্রশিক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় মাদ্রাসা ভিত্তিক ওই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। টিএমএসসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী আলোচনায় শিক্ষার্থীদের কাছে জঙ্গিবাদ, উগ্রবাদ ও সহিংসতা নিরসনে ধর্মীয় অনুশাসনের বিষয়গুলো তুলে ধরা হয়। তেলিপুকুর শাহকামালিয়া মদিনাতুল উলুম মদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।
বিচারক প্যানেলে ছিলেন তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার শিক্ষক ফজলুর রহমান,প্রভাষক মোস্তাকিম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন পার্টনারশীপ ম্যানেজার ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর জাহিদ হাসান, টিএমএসএস পরিচালক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।মাদ্রাসার ১২ জন শিক্ষার্থী তাদের মতামত উপস্থাপনা করেন। উপস্থাপনা বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।