বগুড়ায় একই পরিবারের ৫জন আহতদের মধ্যে একজনের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৮:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহতর ঘটনায় ১জন নিহত হয়েছে। নিহত শাহীন আলম রাজশাহী জেলার বাঘমারা উপজেলার যুগিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। 

জানা যায় গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে সাজ্জাত হোসেন, রহমত আলী, সাখোওয়াত ও মানিকসহ ৫-৬ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ প্রতিবেশি খোরশেদ আলম (৬০), স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), ছেলে মামুনুর রশিদ (২৪), মেয়ে খাদিজা খাতুন (৩০) ও ভাগ্নি জামাই শাহিন আলম (২৫) এর উপর হামলা করে গুরুত্বর আহত করে। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদের মধ্যে শাহীন আলম চিকিৎসাধীন অবস্থা সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মারা যায়। 

এ ঘটনায় গত শনিবার (২১ ডিসেম্বর) নন্দীগ্রাম থানা ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ১২জন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমার নিহতর ঘটনা নিশ্চিত করে বলেন, এ মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।