বগুড়ার ধুনটে বাড়ি ভাংচুরের ঘটনায় আ'লীগ নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৩:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮৭ বার।

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাংচুরের ঘটনায় চিকাশি ইউওনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা  দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকালে ক্ষতিগ্রস্থ কৃষক সুলতানহাটা গ্রামের নাহহিদ হাসান ভোলা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ৬ আসামীকেগ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বড়বিলা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিবুল হাসান (১৮), মাসুদুল হক বাচ্চুর ছেলে সাগর হোসেন (৩৫), সুলতান হাটা গ্রামের মোকলেছার রহমানের স্ত্রী কবরী বেগম(৪০), মিজানুর রহমানের স্ত্রী জেসমিন বেগম (২৯), আরিফুল ইসলামের স্ত্রী রেশমা বেগম (৩৫) ও মজিবর রহমানের স্ত্রী জেসমিন বেগম (৩২)।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে ধুনটের সুলতানহাটা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ৩ কৃষকের বাড়িঘর ভাংচুর করেছে। এতে স্বামী-স্ত্রীসহ ৫ জন আহত হয়েছে।

আহতরা হলো- সুলতান হাটা গ্রামের মোতাহার সরকারের ছেলে খোদা বক্স (৫০), আলা বক্সের স্ত্রী মোর্শেদা খাতুন (৩০), তার ছেলে মেহেদী হাসান (১০), বুলবুল হোসেনের স্ত্রী আদুরী খাতুন (২৫) ও মীর বক্সের স্ত্রী রাহেনা খাতুন (৩৫)। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুলতান হাটা গ্রামের মোতাহার আলী ছেলে খোদা বক্স, আলা বক্স, মীর বক্স ও নাহিদ হাসানের সাথে একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আরিফুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে আরিফুল ইসলাম তার সঙ্গীয় লোকজন নিয়ে মীর বক্সের বাড়িতে হামলা চালায়। আরিফুর রহমানের লোকজন হামলা চালিয়ে খোদা বক্স, আলা বক্স ও মীর বক্সের ৪টি বসতঘর, আসবাবপত্র ভাংচুর করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের লোকজন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।

উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা বলেন, 'বাড়িঘর ভাংচুরের ঘটনা সত্য। তবে ওই ভাংচুরের ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। তারপরও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।'

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।'