ওমরাহ পালনে সৌদিগামী বিমানযাত্রীর কাছে থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী মো. ইউনুস নামে এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য ইউনুস সৌদি আরব যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তিনি ইয়াবা পাচারের জন্যই এ পথ বেছে নিয়েছিলেন। কঠোর নজরদারি, তল্লাশির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহির্বিশ্বে মাদকদ্রব্য পাচার শূন্যের কোটায় পৌঁছেছে। খবর সমকাল অনলাইন 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইট যোগে সারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।