দুদকের ফাঁদে টাকাসহ গ্রেফতার সরকারি কর্মকর্তা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাতা ফাঁদে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছেন আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী কর্মকর্তা আল মাহমুদ হোসেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এর কার্যালয় থেকে ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। খবর সমকাল অনলাইন 

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বলেন, ‘ সম্প্রতি আমদানি-রফতানির লাইসেন্স নবায়নের জন্য এক ব্যবসায়ীর কাছে আল মাহমুদ হোসেন ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ায় তার লাইসেন্স নবায়ন করছিলেন না তিনি।'

তিনি বলেন, 'ওই ব্যবসায়ী দুদকের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। আমরা তখন ঘুষের টাকাসহ মাহমুদকে গ্রেফতারে ফাঁদ পাতি। বিকেলে তাকে ঘুষের ১৫ হাজার টাকা নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।'