আইপিএলের ১৫.৫ কোটির কামিন্সের কাছে এ কেমন আবদার বান্ধবীর?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

রেকর্ড গড়ে এবারের আইপিএলে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। ১৫.৫ কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে এত দামে কোনো ক্রিকেটার বিক্রি হননি।

তো বিশাল এ অর্থ দিয়ে কী করবেন কামিন্স? জবাবে তিনি যা বললেন, তাতে বিস্মিত হতে পারেন অনেকে। অস্ট্রেলীয় গতিতারকা,আমি কী করব তা জানি না। তবে আমার বান্ধবী বলেছে, এবার পোষ্য কুকুরের জন্য আরো বেশি খেলনা কিনবে সে।

নিলামে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হওয়ার মুহূর্তটা দেখেছেন অজি পেসার। সেই প্রসঙ্গে তিনি বলেন, লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি।

এর আগে আইপিএলে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস। ২০১৭ সালে ১৪.৫ কোটি রুপিতে তাকে কেনে রাইজিং পুণে সুপারজায়ান্টস। এবারের সেই রেকর্ড ভেঙে দিলেন কামিন্স। স্টোকসকে ডিঙিয়ে নিলামের ইতিহাস বদলে ফেললেন তিনি।