‘সাফাই’ নোবেলের গান চুরির অভিযোগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

হালে নোবেলের বিরুদ্ধে উঠেছে গান চুরির অভিযোগ। এ বিষয়ে গত বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন নোবেল।

যেখানে গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি। এর পরই নোবেলের এই গানটির বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে ব্যান্ডদল ‘অ্যাবাউট ডার্ক’। এ বিষয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘আমি নাকি গানচোর’ শিরোনামে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নোবেল লিখেছেন– এ বিষয়ে বিতর্কে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তবে আমি মনে করি ভক্তদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরা প্রয়োজন। সেই দায়িত্ববোধ থেকেই আমি আজ কিছু কথা বলব। যেহেতু আন্ডারগ্রাউন্ড মিউজিক সেন্স আজকের এই নোবেলকে তৈরি করেছে, অনেক অনুপ্রেরণা দিয়েছে।

ছোট্ট দুটি ব্যান্ডের সঙ্গে নিয়মিত চর্চা করে এবং কিছুসংখ্যক শো করেই আমার আত্মবিশ্বাস ও কণ্ঠ তৈরি হয়েছে, যা আজ কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। তাই পুরো কমিউনিটিটা আমাকে অপছন্দ করলেও তাদের প্রতি আমার একটি বিরাট শ্রদ্ধাবোধ রয়েছে। আমি মনে করি তাদের অনেকেরই পোটেনশিয়াল আছে আমার অবস্থানে, এমনকি আরও উঁচুপর্যায়ে পৌঁছানোর। সেই দায়বদ্ধতা থেকেই বলতে পারেন আজকের আমার এই কলম ধরা।

এর পর তিনি গানটি নিজের বলে দাবি করেন। বলেন, গানটির আংশিক সুর ছুট্টি ভাইয়েরই করা ছিল। কিন্তু গানটির প্রাণদাতা আমি নোবেল! গানটির যে ভার্সন আমি আমার পেজে পোস্ট করেছিলাম তার সম্পূর্ণ লিরিক্স আমার লেখা, অনেকাংশে সুর আমারই করা, কম্পোজিশনে রয়েছে আমার ছোঁয়া, আমি

ব্যান্ডে থাকাকালীনই গানটি প্রথম রেকর্ড হয় এবং সবচেয়ে বড় কথা– এই গানের বেড়ে ওঠার পেছনে রয়েছে আমার রক্ত-ঘাম ঝরানো পরিশ্রম। এই গানের প্রতি কি আমার অধিকার নেই?’

প্রসঙ্গত ফেসবুকে ব্যান্ড দলটির গিটারিস্ট ও গানটির লেখক নাসির উল্লাহর অভিযোগের পরিপ্রেক্ষিতে পর দিনই ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল।

সূত্র: সংবাদ প্রতিদিন