হাড় কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুর, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

হাড়-কাঁপনো শীতে কাঁপছে দিনাজপুর। হঠাৎ করে তাপমাত্রা কমে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ। জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। আবার শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। হিমেল হাওয়ায় নাকাল হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। 

তবে বুধবার সূর্যের আলো দেখা যাওয়ায় তাপমাত্রা দিনে বাড়তে থাকে। এতে কিছুটা শীত কম অনভূত হয়। 

এদিকে, দিনাজপুরে ডিসেম্বরের শেষে শৈত প্রবাহের পূর্বাভাস দিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। 

হতদরিদ্র-ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেও মানুষের সঙ্গে বসবাসরত গৃহপালিত পশুদের অবস্থা ভয়াবহ। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে সকালে রাস্তায় যানবাহন চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। রাতে শীত বাড়ার সাথে বাড়বে কুয়াশাও। এতে ডিসেম্বরের শেষে মৃদু ও মাঝারি শৈত প্রবাহের পূর্বাভাস রয়েছে। ২৭ ডিসেম্বর রাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং পরদিন থেকে তাপমাত্রা কমে শৈত প্রবাহে রুপ নিবে বলে জানান তিনি।