সেই মোস্তাফিজই বছর শেষে বাংলাদেশের সেরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

ছন্দ হারিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাজে ফর্মে আছেন তিনি। বছর জুড়েই ছিল এ হাহাকার। তবু শেষ পর্যন্ত মান রাখলেন কাটার মাস্টারই।

২০১৯ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলারের তালিকা প্রকাশিত হয়েছে। তিন সংস্করণের মধ্যে দুটিতে (টেস্ট ও টি-টোয়েন্টি) শীর্ষ দশে নেই বাংলাদেশের কোনো বোলার। শুধু ওয়ানডেতে চার নম্বরে থেকে বছর শেষ করেছেন মোস্তাফিজ। এ বছর ১৬ ওডিআইতে ৩৪ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সেরা বোলার ফিজই।

আলোচিত বছরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেয়া বোলার হলেন মোহাম্মদ শামি (ভারত)। তিনি ২১ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। তালিকার দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ২০ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি।

তৃতীয় স্থানে আছেন বোল্টের জাতীয় দলের সতীর্থ লকি ফার্গুসন। ১৭ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন তিনি। এরপরেই আছেন মোস্তাফিজ। ওয়ানডেতে তিনি ছাড়া শীর্ষ ত্রিশে আর কোনো টাইগার বোলার নেই। টি-টোয়েন্টিতে শীর্ষ কুড়িতেও নেই কেউ। আর টেস্টে সেরা চল্লিশেও বাংলাদেশের কেউ স্থান করে নিতে পারেননি।