পুতিনকে প্রশ্ন করে চাকরি হারালেন সাংবাদিক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় রাশিয়ার এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে পুতিনকে প্রশ্ন করে চাকরি হারান এলিসা ইয়ারোভস্কায়া নামের ওই সাংবাদিক।

তিনি রাশিয়ার ইয়ামাল অঞ্চলের একটি টিভি চ্যানেলে কাজ করতেন। খবর বিবিসির।

তবে এলিসা জানিয়েছেন, তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

ইয়ামাল অঞ্চলে নির্মিতব্য একটি সেতুর কাজ দ্রুতগতিতে শেষ করার জন্য তিনি পুতিনকে তাগিদ দেন।

সংবাদ সম্মেলনে এলিসা প্রেসিডেন্টের কাছে জানতে চান, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাচ্ছে, ভেঙে পড়ছে ওই অঞ্চলের পরিবহন ব্যবস্থা। এরমধ্যে ওবি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণে দীর্ঘদিনের সরকারি পরিকল্পনা থাকলেও প্রাদেশিক গভর্নরের গড়িমসির কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। এ ব্যাপারে কেন্দ্র কোনো উদ্যোগ নেবে কি না?

উত্তরে পুতিন জানান, প্রাদেশিক প্রকল্পে কেন্দ্রের পক্ষ থেকে হস্তক্ষেপ করা বিধিবহির্ভূত। তবে, ওবি নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রকল্পটি রাশিয়ার যোগাযোগ ব্যবস্থার জন্য এক মাইলফলক। কেন্দ্র ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবে।

এলিসা যে টিভি চ্যানেলে কাজ করতেন তার মালিকানা প্রাদেশিক কর্তৃপক্ষের হাতে। ইয়ামাল নেনেটস নামের স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ এলিসার এই প্রশ্নকে স্বাভাবিকভাবে নেয়নি। এই কারণেই চাকরি হারিয়েছেন তিনি। 

তবে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এলিসার জন্য সংবাদ সম্মেলনে কোনো স্লট ছিল না। ওই চ্যানেলেরই অন্য সাংবাদিকের জন্য বরাদ্দ করা স্লট নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। শৃংখলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে পারে চ্যানেল কর্তৃপক্ষ।