গাইবান্ধায় হিমালয়ান গ্রিফন জাতের শকুন উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৪:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩২ বার।

গাইবান্ধায় ৬ টি হিমালয়ান গ্রিফন জাতের শকুন উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজ শাখার পরিবেশবাদি সংগঠন 'তীর'। যার ইংরেজি নাম Himalayan griffon vulture বৈজ্ঞানিক নাম Gyps himalayensis।  

বুধবার সকাল ৭ টার দিকে জেলার সদর উপজেলার ফলিয়া বাজারসহ বিভিন্ন স্থান থেকে অসুস্থ অবস্থায় এসব শকুন উদ্ধার করা হয়। পরে উদ্ধার হাওয়া শকুনগুলো ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় বন অফিসে নেওয়া হয়।

আইইউসিএন'র শকুন প্রোজেক্টের কনসালটেন্ট মিজানু্র রহমান বলেন, 'অসুস্থ শকুনগুলো বৃহস্পতিবার সিংড়া জাতীয় উদ্যানে অবস্থিত শকুন পরিচর্যা কেন্দ্রে নেওয়া হবে।'

পরিবেশবাদী ওই সংগঠনের সভাপতি আরাফাত রহমান জানান, মঙ্গলবার বিকালে ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি গাইবান্ধার ফলিয়া বাজার এলাকায় ৪০-৫০ টির মতো শকুন দেখা গিয়েছে। এরপর গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক জিসান মাহমুদ এবং সদস্য-সচিব সোলাইমান সরকার ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় অসুস্থ শকুনগুলো উদ্ধার করে এবং বন বিভাগে জমা দেয়।

সংগঠনের গাইবান্ধা কলেজ শাখার আহব্বায়ক জিসান মাহমুদ বলেন, 'অধিকাংশ শকুন অন্যত্র চলে গিয়েছে। এছাড়াও দু'এক জায়গায় আরো শকুন রয়েছে বলে জানান তিনি।' 

বন অফিসে শকুন গুলো হস্তান্তর করার সময় উপস্থি’ত ছিলেন বন বিভাগ গাইবান্ধার রেঞ্জার আব্দুর সবুর, গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ পরিবেশবাদী সংগঠন তীর'র সদস্য সচিব সোলাইমান সরকার ও অন্যান্য সদস্যরা।