বগুড়ার খাদ্য বিভাগের সাবেক কর্মকর্তা মোফাচ্ছের আলী আর নেই

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

বগুড়ার খাদ্য বিভাগের সাবেক কর্মকর্তা মোফাচ্ছের আলী মন্ডল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। (ইন্না...রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, কন্যাসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন তিনি।  

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি। কারণে তিনি দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন।

বুধবার সকাল ১১ টায় বগুড়া শহরের চেলোপাড়া জামে মসজিদে প্রথম নামাজে জানাযা এবং পরে বাদ আসর নিজ গ্রাম সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিভিন্ন জেলায় চাকুরী শেষে তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের নারুলী পশ্চিম পাড়ায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলুর চাচাতো ভাই ছিলেন।