বগুড়ায় অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

শনিবার সকাল ১১:০০টায় লাইট হাউসের কনফারেন্স রুমে‘ব্রিটিশ হাই কমিশনের সহায়তা এবং লাইট হাউস ও বেটার ফিউচার ফর উইম্যান কর্তৃক পরিচালিত ’বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’- এর আওতাধীন অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল প্রশিক্ষণ লাইট হাউস এর নির্বাহী প্রধান জনাব মো: হারুন অর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) উজ্জল কুমার ঘোষ। তিনি তার বক্তব্যে বলেন চাকুরী নিয়ে বিদেশ যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে, সেই দেশের কালচার, নিয়ম-কানুন এবং ভাষা জেনে যেতে হবে। আপনারা যদি বিদেশ যাওয়ার জন্য মণস্থির করেন তবে সরকার আপনাদের সকল রকম সহযোগিতা করবে। 
প্রশিক্ষণে শুরুতে প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন লাইট হাউস এর নির্বাহী প্রধান মো: হারুন অর রশীদ । প্রশিক্ষণে প্রজেক্ট অ্যসোসিয়েট মো: রকিবুল হক খান, মানবপাচার, নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষাপট, অভিবাসন সম্পর্কিত তথ্য এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া তুলে ধরে আলোচনা করেন । এরপর আওতাধীন অভিবাসন প্রত্যাসী নারীদের সফট স্কিল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন লাইট হাউস এর আইসিটি বিশেষজ্ঞ জনাব পারভেজ আলম পলাশ। প্রশিক্ষণে ওমান, সৌদি আরব এবং জর্ডান ফেরত অভিবাসী নারী কর্মী মেরিনা বেগম, মাফরুজা বেগম এবং পারুল বেগম তাদের অভিজ্ঞতা বর্ননা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকাল এর ব্যুরো প্রধান জনাব মোহন আখন্দ, দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোটার জনাব মিলন রহমান ।
বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৮১ জন অভিবাসন প্রত্যাসী নারী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।