স্কুলে অতিরিক্ত সেশন ফি নেওয়ায় বগুড়ায় অভিভাবকদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ ১২:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮৯ বার।

উচ্চ আদালতের আদেশ অমান্য করে বগুড়ার বেসরকারি স্কুলগুলোতে সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন অভিভাবকরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে রোববার জেলা প্রশাসকের কাছে আদালতের আদেশের কপি এবং স্মারকলিপি দিবেন অভিভাবকরা।

দুই ঘন্টাব্যাপী ওই সমাবেশে অভিভাকরা জানান, চলতি বছরের শুরুতে স্কুলগুলোতে অতিরিক্ত ফি আদায় নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আব্দুল মান্নান আকন্দ নামের এক অভিভাবক। আদালত বগুড়ার বেসরকারি স্কুলে সেশন ফি’র নামে নেয়া অতিরিক্ত অর্থ কেন ফেরত দেয়া হবে তা জানতে রুলনিশি দেন। একই সঙ্গে জেলা প্রশাসককে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দেন আদালত। জেলা প্রশাসক আদালতে প্রতিবেদন জমা দিলেও স্কুলগুলো অতিরিক্ত অর্থ এখনো ফেরত দেয় নি।

সর্বশেষ গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট আবারো অতিরিক্ত ফি ফেরতের এবং জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষে অতিরিক্ত ফি না নেয়ার ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন বলে জানান রিটকারী আবদুল মান্নান আকন্দ।

এর আগে গেল ২৪ জুন বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছিলেন অভিভাবকরা।