প্রশাসন ও ইকোনমিক ক্যাডার একীভূতকরণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

একীভূতকরণ হলো বিসিএস (প্রশাসন) ও বিসিএস (ইকোনমিক) ক্যাডার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রাান্ত আদেশ জারির তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডার একীভূতকরণ আদেশ, ২০১৮ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি-১ অধিশাখা মঙ্গলবার এই আদেশ জারি করে। এর ফলে আদেশের অন্যান্য বিধানসাপেক্ষে, বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হলো।

এ আদেশ সরকারি গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে বলে গেজেটে জানানো হয়েছে।

২০১৭ সালের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সারসংক্ষেপ প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

একই বছরের ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটিকে পরিমার্জন করে পুনরায় পাঠানোর জন্য বলা হয়। পরে ২০ জুলাই সারসংক্ষেপটি পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।