যে মহাকাশযানে ৩ মাসে মঙ্গলে যাওয়া যাবে!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ ১০:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

রকেটচালিত মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে মঙ্গলগ্রহে যেতে সময় লাগবে কমপক্ষে ৯ মাস।

তাই মার্কিন মহাকাশ সংস্থা নাসাসহ নানা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা কাজ করছেন এমন একটি প্রযুক্তি বের করতে- যাতে অনেক কম সময়ে মঙ্গলগ্রহে পৌঁছানো যায়।

নাসার বিজ্ঞানীরা বলেন, সৌরশক্তি ব্যবহার করে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর আগে অন্য সরঞ্জাম পাঠানো যেতে পারে। তবে এতে জ্বালানি কম লাগলেও সময় লাগবে অনেক বেশি- প্রায় দু-আড়াই বছর।

এ কারণে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর কোনো প্রকল্পই সেভাবে এগোতে পারছে না। পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার সময়টা তিন মাস বা তার নিচে নামিয়ে আনার জন্য দ্রুতগামী রকেট বা মহাকাশযান তৈরির পরিকল্পনা চলছে।

বিজ্ঞানীরা বলছেন, দ্রুত মঙ্গলে পৌঁছানোর একটি উপায় হচ্ছে নিউক্লিয়ার থার্মাল ইলেকট্রিক প্রোপালশন- সোজা বাংলায় যাকে বলা যেতে পারে পরমাণু শক্তিচালিত রকেট ইঞ্জিন।

আরেকটি উপায় হচ্ছে, ইলেকট্রিক আয়ন প্রোপালশন- যাতে ব্যবহৃত হবে বিদ্যুৎশক্তি। এসব প্রযুক্তি ব্যবহার করেই চলছে নতুন ধরনের নভোযান নির্মাণের চেষ্টা।