সোমবার পঞ্চগড়ের বোদায় শুরু হচ্ছে খাদ্য ও পুষ্টিমেলা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ ১১:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

পঞ্চগড়ের বোদায় বলরামহাটে অবস্থিত জাপান ভিত্তিক স্বেচ্ছাব্রতী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে সোমবার শুরু হতে যাচ্ছে দিনব্যাপী খাদ্য ও পুষ্টিমেলা। 'অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি' স্লোগানে সকাল ১০ টায় মেলা  শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।

মেলায় নারী সংগঠন, কৃষক সংগঠন, পুষ্টি উন্নয়ন সংক্রান্ত সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য, পিঠা, কৃষি উপকরণ, প্রকাশনা ও প্রযুক্তি প্রদর্শন করবেন।

এছাড়াও সকাল ১০ টায় খাদ্য ও পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, সাড়ে ১১ টা থেকে চলচ্চিত্র ও ডকুমেন্টরী প্রদর্শন, বিকাল ৩ টায় আলোচনা সভা ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কর্মএলাকা থেকে ৫ জন সফল নারী উদ্যোক্তাকে 'হাঙ্গার ফ্রি প্রাইজ' প্রদান করা হবে।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসূফ আলী। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবে হিমালয়কন্যা থিয়েটার, ভূমিজ নাট্যদল, সাকোয়া তরুণ সংগীত বিদ্যালয় এবং উপজেলা সাংস্কৃতিক পরিষদ। মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।