জাতীয় শিক্ষা পদক ২০১৯

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বগুড়ার শাজাহানপুরের শিক্ষা অফিসার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৯ বার।

জাতীয় শিক্ষা পদক ২০১৯-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা শিক্ষা অফিসার (ধুনট উপজেলার সাবেক শিক্ষা অফিসার) কামরুল হাসান। পেশাগত দায়িত্ব যথাযথ ভাবে পালনের পাশাপাশি ইনোভেশন কাজের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মঙ্গলবার রাজশাহীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন।

উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান তার পূর্ববর্তী কর্মস্থল বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ‘সুন্দর হাতের লেখা’, ১১৩৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং দপ্তরীদের নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড পরিধান, উপজেলার ২০২ টি বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার এবং সততা স্টোর স্থাপন, ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

এর আগে সুন্দর হাতের লেখা এবং স্টুডেন্ট নেটওয়ার্ক তৈরির জন্য তিনি জেলা প্রশাসন থেকে পুরস্কৃত হন। এছাড়াও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প (এটুআই প্রকল্প) তাকে পুরস্কৃত করে। গত ১৯ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলায় উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন কামরুল হাসান।

অপরদিকে ‘শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়’ ক্যাটাগরিতেও শাজাহানপুর উপজেলার দক্ষিণ পারতেখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কানিজ ফাতেমা রাজশাহী বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনিও তার পোশাগত দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া-সংস্কৃতির অনুশীলন এবং পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।