হুক ভেঙে বগি রেখেই চলে গেল ট্রেন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে চলন্ত অবস্থায় লালমনি এক্সপ্রেস ট্রেনের নতুন একটি বগির হুক (দুইটি বগির সংযোগস্থল) ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে করে চালক ট্রেন চালিয়ে চলে গেলেও পেছনে পড়ে থাকা বগিগুলো যাত্রীসহ প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে থেমে যায়। এ সময় ওই বগিগুলোতে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার সকালে ঘটনাটি ঘটে গাইবান্ধার কূপতলা রেলওয়ে স্টেশন পার হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশন যাওয়ার পথে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনের সাথে পুরোনো ৪টি বগি ও নতুন ১২টি বগি সংযুক্ত ছিল। ট্রেনটি গাইবান্ধার বামনডাঙা স্টেশনে যাত্রাবিরতি শেষে কূপতলা স্টেশন ছেড়ে গাইবান্ধা স্টেশনে যাওয়ার পথে হঠাৎ করে পুরোনো বগির সঙ্গে নতুন বগির সংযোগস্থলের হুক ভেঙে যায়।

ট্রেনচালক বিষয়টি টের পেলেও বাধ্য হয়ে পুরোনো চারটি বগি নিয়েই ট্রেন চালিয়ে গাইবান্ধা স্টেশনে পৌঁছান। এ সময় নতুন বগিগুলোতে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। বগিগুলো গাইবান্ধা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার উত্তরে ভেড়ামারা রেল ব্রিজের কাছে পৌঁছে নিজে থেকেই থামার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন।

পরে গাইবান্ধা স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা ট্রেনচালককে সঙ্গে নিয়ে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে এসে নতুন বগিগুলো আবার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর হুক ভেঙে যাওয়া বগিটি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে রেখেই অন্যান্য বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা রেলওয়ে স্টেশনের এক কর্মচারী জানান, নতুন বগির হুকের সঙ্গে পুরোনো বগির হুক সংযুক্ত হয় না। হুক লাগানোর জায়গায় অতিরিক্ত ঢিল থাকায় হুকটি লাফালাফি করে। এতে করে হুক ভেঙে যেতে পারে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ধীরেন্দ্র নাথ দাস বলেন, বামনডাঙা থেকে ছাড়ার পর ট্রেনটি ১১টা ৫০ মিনিটে কামারপাড়া স্টেশন ছেড়ে কূপতলা পার হয়ে গাইবান্ধার দিকে আসে। আর ১২টা ৩০ মিনিটে শুধু ইঞ্জিনসহ চারটি বগি গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে পৌঁছার পর চালককে জিজ্ঞাসা করা হয় অন্য বগিগুলো কোথায়। তখন চালক জানায়, হুক ভেঙে যাওয়ায় সেগুলো পেছনে রেখে আসতে হয়েছে। পরে লোকজন নিয়ে গিয়ে অন্য বগিগুলোও নিয়ে আসা হয়। এতে করে ১ ঘণ্টা ১০ মিনিট দেরি হয়। পরে দুপুরে ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। খবর দেশ রুপান্তর।