একাদশ নির্বাচনের বার্ষিকী: আজ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ’লীগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ০৫:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের বার্ষিকী আজ। এদিন রাজধানীসহ সারা‌দে‌শে ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন কর‌বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

কেন্দ্রীয়ভাবে সোমবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাম‌নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ উপলক্ষে সারাদেশে সমাবেশ করা হবে। ঢাকায় সোমবার বিকাল ৩টায় সমাবেশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।