সিনিয়র সহকারী জজ হলেন ৭৭ জন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

জুডিসিয়াল সার্ভিসের ৭৭ জন সহকারী জজ অথবা সমমানের কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ অথবা সমমানের পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

২৯ ডিসেম্বর প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৪র্থ গ্রেডের বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়া হলো। তারা স্ব স্ব কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন।