পুলিশের নির্দেশনা

থার্টিফার্স্টে বগুড়ায় যা করা যাবে না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ ০৭:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫৯ বার।

থার্টিফার্স্টে নাইটে সন্ধ্যার পর ঘরের বাইরে উন্মুক্ত স্থানে কিংবা ছাদে যেকোনও ধরনের নাচ,গান ও ডিজে পার্টির আয়োজন না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ। এছাড়াও যেকোন ধরণের আঁতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। এর পাশাপাশি উচ্চস্বরে হর্ণ বাজানো,বিকট শব্দে ও বেপরোয়া গতিতে গাড়ি ও মোটর সাইকেল চালানো পরিহারসহ খোলা পিকাপ ভ্যানে সাউন্ড সিস্টেম ব্যবহার করে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকতেও কঠোরভাবে নির্দেশনা দিয়েছে পুলিশ। 

এই বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান পুণ্ড্রকথাকে  বলেন, থার্টিফার্স্টে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণকে নির্দেশনাগুলো অবহিত করার জন্য সোমবার সকাল থেকে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে  শহর জুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে ।