সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে হচ্ছে ৫০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

আরও দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে। এই বিষয়ে সোমবার আইনের খসড়া অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে।

বাংলাদেশে এখন ৪৮টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুটি নিয়ে সংখ্যা দাঁড়াবে ৫০টি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ দিন তার তেজগাঁওয়ের কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন প্রদান করা হয়।

কিশোরগঞ্জের সদর উপজেলার বউলাই ইউনিয়নে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। তবে সুনামগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি কোথায় জানানো হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এদিন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এবং ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’এর খসড়ার নীতিগত অনুমোদন প্রদান করে মন্ত্রিসভা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইনে ৫৫টি ধারা রয়েছে।

তিনি বলেন, “আইনের খসড়ায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ অথোরিটি হবে, কীভাবে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ হবে এবং সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।”

আরও জানান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার ও অনুমোদন দেওয়া হয়।

এর আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।