জেএসসি-জেডিসি: পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭২ বার।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ ভাগ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ ভাগ। এবছর পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ ভাগ বেশি। খবর সমকাল অনলাইন 

এবছর ২৬ লাখ দুই হাজার ৫৩ জন অংশগ্রহণকারী পরিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন, যা গত বছর ছিল ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। এবছর বেশি পাস করেছে ৫৬ হাজার ৪৪২ জন। 

এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। এবছর জিপিএ-৫ ১০ হাজার ৩৩৪ জন বেশি পেয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণির শিশুদের 'প্রাথমিক শিক্ষা সমাপনী' (পিইসি), অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন। 

এরপর সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।