জেএসসি: পাসের হারে এবারও বরিশাল, জিপিএতে শীর্ষে ঢাকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৭:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডে এবারও পাসের হার সবচেয়ে বেশি বরিশালে; সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ; এবং ঢাকা বোর্ডে সবচেয়ে কম ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কোথায় কেমন ফলাফল

পাসের হার (%)

জিপিএ-৫ (জন)

বোর্ড

পাসের হার (%)

জিপিএ-৫ (জন)

২০১৮

 

 

২০১৯

 

৮৩.১৯

২২,৩৩৪

ঢাকা বোর্ড

৮২.৭২

১৮,৯৫৩

৯৪.৫৭

১৪,৬৩৮

রাজশাহী

৯৪.১০

১৬,৪৭৮

৮৬.৯৯

৩,৭৪২

কুমিল্লা

৮৮.৮০

৬,১৩১

৮৪.৬১

৭,২৫৬

যশোর

৯১.০৮

৯,৭৫৫

৮১.৫২

৫,২৩১

চট্টগ্রাম

৮২.৯৩

৬,০৪১

৯৭.০৫

৪,৯০৬

বরিশাল

৯৭.০৫

৪,৯৪৮

৭৯.৮২

১,৬৯৮

সিলেট

৯২.৭৯

৩,৭৭৩

৮১.৬৩

৬,৩০৩

দিনাজপুর

৮৩.৯২

৬,৭৬৫

আলাদা করা হয়নি

 

ময়মনসিংহ

৮৭.২১

৩,৯০৩

৮৯.০৪

১,৯৮৭

মাদ্রাসা বোর্ড

৮৯.৭৭

১,৬৮২

৮৫.৮৩

৬৮,০৯৫

মোট

৮৭.৯০

৭৮,৪২৯

ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৮২ জন।