পিইসি: বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্তিতে সদর উপজেলা এবং পাশের হারে শিবগঞ্জ শীর্ষে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।

বগুড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ৯৪ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ। তবে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। মোট ৫০ হাজার ৯৪১ পরীক্ষার্থীর মধ্যে যে ৪৮ হাজার ১৬৬জন পাশ করেছে তার মধ্যে ৯৪ দশমিক ১১ শতাংশ মেয়ে এবং ৯৩ দশমিক ৯৬ শতাংশ ছেলে রয়েছে।

জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৩১৮জনের মধ্যে ৫ হাজার ৫৯৭জনই মেয়ে। আর বাকি ৪ হাজার ৭২১জন ছেলে রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৭৭৫জন অকৃতকার্য হয়েছে। ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি অকৃতকার্য হয়েছে। উপজেলাওয়ারী হিসাবে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সদর উপজেলার শিক্ষার্থীরা এগিয়ে থাকলেও পাশের হারে শীর্ষে রয়েছে শিবগঞ্জ উপজেলা।

শিবগঞ্জ উপজেলা থেকে অংশ নেওয়া ৫ হাজার ৩০৭ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৯জন অকৃতকার্য হয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। এ উপজেলা থেকে ১ হাজার ৪৪২জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে বগুড়া সদর উপজেলা থেকে অংশ নেওয়া ৮ হাজার ৫১জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭৩৯জন বা ৯৬ দশমিক ১২ শতাংশ পাশ করেছে। উত্তীর্ণদের মধ্যে ২ হাজার ৬৯১জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার সবচেয়ে কম ৮২ দশমিক ৪৭ শতাংশ নন্দীগ্রামে। ওই উপজেলায় ২ হাজার ৪৮৯ পরীক্ষার্থীর মধ্যে ৪০৭জন অকৃতকার্য হয়েছে।