বিসিবি ও পাপনকে উকিল নোটিশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

সবুজ বাংলা ক্রীড়াচক্র নামের ঢাকার তৃতীয় বিভাগের একটি ক্লাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী এবং ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটির (সিসিডিএম) চেয়ারম্যানসহ দশজনকে উকিল নোটিশ দিয়েছে।

বাইলজ অমান্য করায় তাদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এই দলটি। ক্লাবটির সমন্বয়ক আলী আহমেদ এই উকিল নোটিশটি পাঠিয়েছন। নোটিশ পাঠানোর কারণ হিসেবে বলা হয়েছে, এবারের তৃতীয় বিভাগ লিগে পয়েন্ট তালিকার ক্রম ঠিক করতে দু'বার দুই নিয়ম করেছে সিসিডিএম। নিয়মে ছিল পয়েন্ট সমান হলে প্রথমে জয়ের সংখ্যা ধরা হবে। কিন্তু সেই নিয়ম না মেনে সুপার লিগের আট দলের ক্রম ঠিক করা হয় মুখোমুখি লড়াইয়ে জয়ের হিসেব ধরে। খবর সমকাল অনলাইন 

কিন্তু টুর্নামেন্টের রানার্সআপ নির্ধারণের সময় আবার বেশি ম্যাচ জয়ের হিসাব সামনে আনা হয়। সবুজ বাংলা তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠতে পারেনি এই নিয়মের মারপ্যাচে পড়ে। ক্লাবের পক্ষ থেকে সিসিডিএম ও বিসিবির কাছে এই নিয়ম পরিবর্তনের ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু কোন পক্ষই সাড়া দেয়নি। ক্লাবটি তাই উকিল নোটিশ পাঠানোর পথ বেছে নিয়েছে।

সবুজ বাংলার সেক্রেটারি রিয়াজ আহমেদ বাবু বলেন, 'আমাদের খুব ছোট্ট একটা বিষয় জানার আছে। একই টুর্নামেন্টে দুই নিয়ম কিভাবে ব্যবহার করা হয়। যে নিয়ম ছিল সেটা অনুসরণ করা হলে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি সুপার লিগে আসতে পারতো না। একই ঘটনার সামাধান করতে তারা কিভাবে দুই নিয়ম অনুসরণ করেন।'