বগুড়ায় দুদকের ফাঁদে কর কর্মকর্তা: ৫০ হাজার টাকাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ১০:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৩ বার।


অফিসে বসে ঘুষ নেওয়ার সময় বগুড়ায় অভিজিৎ কুমার দে (৩৫) নামে কর বিভাগের এক কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়েছেন। মঙ্গলবার দুপুর পৌণে ১২টায় শহরের নিশিন্দারা উপ-শহর এলাকায় কর অফিস থেকে ঘুষের ৫০ হাজার টাকাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে দুদক।

অভিজিৎ কুমার দে সহকারি কর কমিশনার হিসেবে কর্মরত। তার বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামে। তিনি ওই গ্রামের সনৎ কুমার দে’র ছেলে। ওই ঘটনায় দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কর কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় মামলা দেওয়া হয়েছে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা ইউনুস আলী পেশায় একজন ব্যবসায়ী এবং তিনি নিয়মিত কর দেন। কয়েক বছর আগে তিনি তার মালিকানাধীন কিছু জমি বিক্রি করেন। জমি বিক্রির সেই টাকা তিনি তার ট্যাক্স ফাইলে অন্তর্ভূক্ত করার জন্য তিনি প্রায় এক বছর আগে কর বিভাগে আবেদন করেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সহকারি কর কমিশনার অভিজিৎ কুমার দে এজন্য ইউনুস আলীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে অভিজিৎ কুমার ইউনুস আলীকে জানান যে ৫০ হাজার টাকা না দিলে তার ফাইল আপডেট করা হবে না।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, মোবাইল ফোনে কর কর্মকর্তা অভিজিৎ কুমারের ঘুষ দাবি সংক্রান্ত একটি রেকর্ডসহ ইউনুস আলী দুদক কার্যালয়ে অভিযোগ করেন। এরপর তারা এ বিষয়ে প্রাথমিকভা অনুসন্ধান করেন। প্রমাণ পাওয়ার পর তারা ফাঁদ পাতার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ঘুষের ৫০ হাজার টাকা চিহ্নিত করে ইউনুস আলীকে দেওয়া হয়। এরপর ইউনুস আলী তার ছেলে জাকওয়ানকে নিয়ে মঙ্গলবার দুপুরে শহরের নিশিন্দারা উপ-শহর এলাকায় কর অফিসে যান। আমিনুল ইসলাম বলেন, ‘ইউনুস আলী ও তার ছেলে জাকওয়ান কর অফিসে প্রবেশের পূর্বেই আামিসহ দুদক কর্মকর্তারা ওৎঁ পেতে অপেক্ষা করতে থাকি। এরপর কর কর্মকর্তা অভিজিৎ কুমার দে যখন ইউনুস আলীর ছেলে জাকওয়ানের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তার ড্রয়ারে রাখেন তখনই আমরা তাকে হাতে নাতে গ্রেফতার করি।’