আদমদীঘিতে বাল্যবিয়ে রোধে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ১১:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

বগুড়ার আদমদীঘিতে ব্র্যাক পল্লী সমাজ কর্তৃক আয়োজিত বাল্যবিয়ে রোধ ও টেকসই উন্নয়ন কল্পে আলোচনাসভা ও প্রশিক্ষনার্থী বেকার যুবতীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক পল্লী সমাজের সভা প্রধান মরিয়ম বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির উপজেলা প্রতিনিধি আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের টিএস কুতুবুল আলম, সহকারি প্রধান শিক্ষক জয়নাব নাহার, শিক্ষক ওয়াহেদুজ্জামান, সালমা সুলতানা, রুমা আক্তার, মমতাজ বেগম, প্রশিক্ষক খায়রুন নেসা প্রমূখ। সভায় সংস্থার সেলাই প্রশিক্ষন শেষে ৩০জন বেকার যুবতীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।