দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনঃ যে যে প্রতীক নিয়ে লড়ছেন প্রার্থীরা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রার্থীদের প্রতীক প্রতিদ্বন্দ্বিতা না হলেও স্ব স্ব মনোনিত প্রতীক নিয়ে মেয়র পদে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন (জগ), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক টি রানা (নৌকা), বিএনপি মনোনিত থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (ধানের র্শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

এছাড়াও এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১৪জনের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডে মোট ৬৭৫০ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তহমিনা বেগম(আনারস), নিপা বেগম(চশমা), আছমা বিবি (জবাফুল), রেহেনা পারভীন(টেলিফোন), ৪, ৫,৬ নং ওয়ার্ডে মোট ৫১২৯ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহানারা বেগম (জবাফুল), রোকসানা বিবি (অটোরিক্সা), ছালমা পারভীন (আনারস), সুভ্রা রানী চক্রবর্তী (টেলিফোন),  ৭,৮,৯ নং ওয়ার্ডে মোট ৪৮৮৪ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাইছ মিজান (জবাফুল), নাজমা বেগম (আনারস), পিয়ারা খাতুন মর্জিনা (টেলিফোন), শিল্পি খাতুন (চশমা), সুনিতি রানী বসাক (অটোরিক্সা), তাপসী রানী দাস (বলপেন)। 

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯জন প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে মোট ২৩৪৪ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আবু বক্কর সিদ্দিক (পানির বোতল), জইমুদ্দীন প্রাং (ব্রিজ), আনোয়ার হোসেন মন্ডল (পাঞ্জাবী), সাহেদ আলী মন্ডল (ডালিম),  উজ্জল হোসেন (উটপাখি), ২নং ওয়ার্ডে মোট ২২১৬ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুর রশিদ ফকির (উটপাখি), আকরাম হোসেন (ডালিম),  আব্দুর রশিদ জিয়া (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ডে মোট ২১৯০ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দিলবর রহমান প্রামানিক (গাজর), আবু বক্কর সিদ্দিক (পাঞ্জাবী), আব্দুস ছালাম আলম (উটপাখি), ইদ্রিস আলী প্রাং (ডালিম),  ৪নং ওয়ার্ডে  মোট ১৬৯৬ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজিম মিস্ত্রি (উটপাখি), ইউনুছ আলী মহলদার মানিক (পাঞ্জাবী), তৌফিক আলম (ডালিম), ৫নং ওয়ার্ডে মোট ১৪৭২ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এস এম কায়কোবাদ (উটপাখি), মোহাম্মাদ আলী (পাঞ্জাবী), আশরাফ আলী (ডালিম), ৬নং ওয়ার্ডে মোট ১৯৬১ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মহিদুল ইসলাম সরদার (পাঞ্জাবী), বাবলা সরদার (উটপাখি), ৭নং ওয়ার্ডে মোট ১৬৮৪ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ,বি,এম জহুরুল ইসলাম খান মিলন (ডালিম), আশরাফুজ্জামান সাগর (উটপাখি), ৮নং ওয়ার্ডে মোট ১৮৮৬ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রায়হান সরদার রতন (ডালিম), রেজানুর তালুকদার রাজীব (উটপাখি), হাসান শাহরিয়ার (পাঞ্জাবী),  এবং ৯নং ওয়ার্ডে মোট ১৩১৪ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শরীফ উদ্দিন প্রাং (পানির বোতল), ইদ্রিস আলী (উটপাখি), সরোয়ার হোসেন (ডালিম), ইয়াছিন আলী প্রাং (পাঞ্জাবী), প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭’শত ৬৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১’শ ৫৭ ও মহিলা ভোটার ৮ হাজার ৬’ ’শত ৬ জন। আগামী ২০২০ সালের ১৩ জানুয়ারি এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।