বগুড়ার শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুলে ফলাফল প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭১ বার।

বগুড়ার শাজাহানপুরে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও শীতের সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মানিকদীপা এলাকার ওই বিদ্যালয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

ফলাফল প্রকাশ ও শীতবস্ত্র বিতরণীর ওই অনুষ্ঠানে তিনি বলেন, 'বর্তমান প্রজন্মের শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নেতৃত্ব দিবে। যুগের সাথে তাল মিলিয়ে তাই তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সকলকেই সমানভাবে নিতে হবে।'

প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং স্কুলের স্বেচ্ছাসেবী প্রধান শিক্ষক আফরুজা আক্তারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সা: সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, শিশু ও যুব সংগঠক সঞ্জু রায় এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল রাশেদ রঞ্জু।

অনুষ্ঠানে ভাল ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিশুদের মাঝে শীতের সামগ্রী বিতরণ করা হয়।