বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশি বগুড়ার শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ০৭:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫১ বার।

বছরের শুরুতেই নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত বগুড়ার শিক্ষার্থীরা। বুধবার জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে বই বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সদরের ৮ টি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বুধবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। তিনি বলেন, 'শিক্ষার্থীদের সময়ের যেন অপচয় না হয় সেই লক্ষ্যেই বছরের প্রথম দিনই তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের নিরলস পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে।'

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই মন দিয়ে পড়াশুনা করে সবসময় দেশের উন্নয়নে কাজ করে যাবে। কেননা তোমরাই আগামীর ভবিষ্যৎ।'

বিতরণী ওই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বগুড়া মূক-বধির বিদ্যালয়, ঠনঠনিয়া নূরন আলা নূর ফাযিল মাদ্রাসা, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভিএম), বগুড়া জিলা স্কুল, কালেক্টর অফ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বগুড়া সেন্ট্রাল হাইস্কুল।

নতুন বই পেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শিক্ষার্থী মনীষা আক্তার বলেন, 'অপেক্ষায় ছিলাম কবে নতুন বই পাবো। বছরের শুরুতেই বই পেয়ে অনেক খুশী লাগছে।'

কালেক্টর পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আল মেহেরাব হোসেন বলেন, ' নতুন বই হাতে পেতে সময়ের অপচয় হলো না আর। তাই সময়ের সঠিক ব্যবহার করতে চাই।'

বই নিতে আসা ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রী সিরাজুম মুনিরা জানান, 'নতুন বই পেয়ে অনেক খুশি আমি।' 

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলীর সভাপতিত্বে নতুন বই বিতরণের ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, আওয়ামী লীগের বগুড়া জেল শাখার সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক হাবিব এবং ভিএম’র প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।

উল্লেখ্য, সারাদেশের কর্মসূচি হিসেবে এবছর বগুড়ার ১২ টি উপজেলায় শিক্ষার্থীদের মোট ৭১ লাখ ৬৫ হাজার পাঠ্য বই বিতরণ করা হয়েছে।