দেশে দেশে বর্ষবরণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ০৭:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬২ বার।

আতশবাজির আলোকচ্ছটার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। বিশ্বের কোনো বড় শহর হিসেবে সবার আগে ২০২০ সালকে বরণ করে নেয় নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন। মূলত আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে সবার আগে বরণ করার সুযোগ পায় তারা। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে পিছিয়ে ছিল না পৃথিবীর কোনো বড় শহর। রয়টার্সের ছবিতে সেসব আয়োজনের কিছু মূহূর্ত।

প্যারিসে বর্ষবরণ উদযাপনের সময় আতশবাজির রঙিন আলোয় আলোকিত হয় আকাশ

জার্মানির বার্লিনের ব্রুডেনবার্গ গেটে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আতশবাজির প্রদর্শনী 

সেন্ট্রাল লন্ডনে নতুন বছর উদযাপনের সময় লন্ডন আই হুইলে আলোকচ্ছটার খেলা

মিশরের কায়রোতে বর্ষবরণ অনুষ্ঠান মোবাইলে ধারণ করতে ব্যস্ত দর্শনার্থীরা 

তুরস্কের ইস্তাম্বুলে আতশবাজি