বছরের প্রথমদিনে কাশ্মীরে এসএমএস চালু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ০৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১ বার।

নতুন বছরে ভারতের কাশ্মীরে মোবাইল মেসেজ বা এসএমএস পরিষেবা চালু করা হয়েছে। টানা ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ১ জানুয়ারি থেকে কাশ্মীরে এসএমএস পরিষেবা ফের চালু হলো। 

তবে ইন্টারনেটে এখনও নিষেধাজ্ঞা বহাল থাকছে। কেবলমাত্র হাসপাতালগুলি এই পরিষেবার সুবিধা পাবে। খবর এনডিটিভির। 

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজ করা হয়। তারপর থেকে নিরাপত্তার ঘেরাটোপে চলে গিয়েছিল গোটা উপত্যকা। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় উপত্যকায়। সব রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়।

তার প্রায় তিন মাস পরে কাশ্মীরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা কার্যকর করা হয়। এখনও বন্ধ রয়েছে প্রি পেইড মোবাইল পরিষেবা। 

ধাপে ধাপে স্বাভাবিকতার পথে আনা হচ্ছে কাশ্মীরকে। দীর্ঘ ৫ মাস পরে কার্যকর হলো এসএমএস পরিষেবা।

সোমবার ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির পাঁচজন নেতাকে ছাড়া হয়। তবে এখনও আটক রয়েছেন-ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও  মেহবুবা মুফতি।

অক্টোবরে মুক্তি দেওয়া হয় জম্মুর রাজনৈতিক নেতাদের, আটক করার দু’মাস পরেই তাদের মুক্তি হয়।