শিক্ষার অগ্রগতিতে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচী সারাবিশ্বে বিরল- প্যানেল চেয়ারম্যান দুলু

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু বলেছেন, সারাদেশে একযোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচী সারাবিশ্বে বিরল। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্থানে মানসম্মত এবং শতভাগ শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ২০০৮ সাল থেকে দেশরত্ন শেখ হাসিনার এই উদ্যোগ আজ সারাবিশ্বে রোল মডেল।
বুধবার সকালে বগুড়া শাজাহানপুর উপজেলার আতাইল সিনিয়ার ফাযিল (স্নাতক) মাদ্রাসায় বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিশেষভাবে অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন হওয়ার আহব্বান জানান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, মাদ্রাসার প্রভাষক আনিসুর রহমান, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, ইউপি সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিদ্দিকুর, সাধারন সম্পাদক মিন্টু মিয়া, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশিদ, রায়হান মন্ডল, ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান রকি প্রমুখ।