রাজাবাজারে মরিচ ও হলুদের গুড়ায় ভেজালঃ ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২০ ১৭:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

সরকারী অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন বিক্রি এবং হলুদ ও মরিচের গুড়ায় ভেজাল মিশ্রণের অপরাধে বগুড়ায় ৪ ব্যবসায়ীকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে শহরের রাজাবাজার এলাকায় ওই আদালত পরিচালনা করা হয়। ৩ ঘন্টার ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহুরুল ইসলাম এবং রোমানা রিয়াজ। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহুরুল ইসলাম পুণ্ড্রকথাকে বলেন, সরকারী অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন বিক্রির অপরাধে রাজু স্টোরের মালিক মোঃ রাজুকে ৫ হাজার এবং মরিচ ও হলুদের গুড়ায় চাউলের গুড়া মেশানোর অপরাধে নয়ন স্টোরের মালিক জুয়েল সরকারকে ১ লাখ ৫০ হাজার, বেল্লাল স্টোরের মালিক বেল্লাল হোসেনকে ৫০ হাজার এবং সাজু হলুদ/ মরিচ মিলের মালিক মোঃ মানিককে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।