নওগাঁয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ১১:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রতি বছরের মত এবারো নওগাঁয় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রীড়া সমিতির আয়োজনে বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোবারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান,জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক নাজমুল হোসাইন, রাণীনগর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা দল অংশগ্রহন করছে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় মহাদেবপুর উপজেলা ০২রানে মান্দা উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।