বগুড়ার শেরপুরে রেশমী দেলওয়ার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বই উৎসব

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ১১:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়রে বেতগাড়ী রেশমী দেলওয়ার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বই উৎসব ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরন করা হয়েছে। গত বুধবার( ০১ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাধে নতুন বই তুলে দেন শেরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সানাউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেলওয়ার হোসেন, প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু সহ এলাকার সূধীজন ও অভিভাবকবৃন্দ। এসময় প্রধান অতিথি বিদ্যালয়ের ২৫১ জন ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দেন। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেন ।