নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ১১:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

নওগাঁয় র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথভাবে এর আযোজন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে “ মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো” শিরোনামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম। অনুষ্ঠানের শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।