বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উদ্যোগে গত বুধবার মিশন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয়ান হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ সুপ্রতীক ঘাগ্রা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। সুস্থ জাতি গঠনে ক্রীড়ার কোন বিকল্প নাই। ক্রীড়ার মধ্য দিয়ে পারস্পারিক হৃদ্যতা তৈরি হয় এবং ছেলেমেয়েদের মধ্যে মন্ডলীর প্রতি ভালাবাসার জন্ম নেয়। শিক্ষার পাশাপাশি সংগীত, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা ছেলেমেয়েদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় উপাসনালয়ের সাবেক পালক প্রধান মিঃ সৌরভ বিশ্বাস, পালক মিঃ গিলবার্ট মৃধা, সম্পাদক মাইকেল আশের বেসরা সহ প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বগুড়া ওয়াইএমসিএ এর সহ-সভাপতি বুলবুল ব্যাপারী জর্জেট ও সহকারি সাধারন সম্পাদক হিউবার্ট রিমন মারান্ডির সার্বিক তত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।