শেরপুরে ‘সততা ষ্টোরের’ উদ্বোধন: পণ্য আছে, বিক্রেতা নেই

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৮ বার।

বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনি এজে উচ্চ বিদ্যালয়ে  সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বুধবার  দুপুরে বিক্রেতাবিহীন ওই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার উপ পরিচালক আনোয়ারুল হক। সারাদেশে শিক্ষার্থীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে দুদক ওই কর্মসূচি চালু করেছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারি পরিচালক সুদীপ কুমার চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহজামাল সিরাজী, সদস্য সচিব আব্দুস সাত্তার, সদস্য মাহবুবুল আলম হিরু, আইয়ুব আলী, গোলাম হোসেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মানিক সেখ, প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায়, পৌরসভার সংরক্ষিত সাবেক নারী কাউন্সিলর শিল্পী বেগম এবং  শিক্ষক রামকৃষ্ণ মোহন্ত ।

বিদ্যালয়টির একটি কক্ষে স্থাপিত হয়েছে ‘সততা ষ্টোর’। সেখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রকমারী পণ্য। এরমধ্যে রয়েছে খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, রঙ পেন্সিলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী। এছাড়াও চকলেটসহ বিস্কুটের মত খাবার পণ্যও রয়েছে এই সততা ষ্টোরে। তবে ষ্টোরে কোন বিক্রেতা নেই। প্রতিটি পণ্যের মূল্য তালিকা ঝুলানো হয়েছে। শিক্ষার্থীরা ইচ্ছেমত সামগ্রী কিনে সততা ষ্টোরে রাখা ক্যাশ বাক্সে নিজ হাতে টাকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। একদিন তোমরাই দেশকে নেতৃত্ব দেবে। তাই শিশুকাল থেকেই নীতি-নৈতিকতা ও সততার শিক্ষা নিতে হবে। কারণ সততা একটি সর্বোৎকৃষ্ট পন্থা। ভবিষ্যতে সততা নিয়ে কাজ করে দেশকে দুর্নীতিমুক্ত করবে। আর এই শিক্ষা দিতেই ‘সততা ষ্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হলো। যে ষ্টোরে কোন বিক্রেতা থাকবে না।‘

অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।