দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনঃ স্বতন্ত্র মেয়র প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বেলাল হোসেনের বিরুদ্ধে অন্য প্রার্থীদের বিভিন্ন হয়রানীর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ৩ টায় বগুড়া প্রেস ক্লাবে এসব অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক।


এনামুল হক লিখিত বক্তব্যে বলেন, স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পৌর এলাকায় বিভিন্ন নির্বাচনী অফিস ভাংচুর করে দায়ভার আমার উপর দেয়াসহ  নেতাকর্মীদের উপর গালিগালাজ ও মারপিটও করেন। সেই সাথে বেলাল হোসেন  আওয়ামীলীগের কোন কর্মী সমর্থকদের মাঠে থাকতে দিবো না বলে হুমকিও দেন।  


এনামুল হক আরও অভিযোগ করে বলেন, বেলাল হোসেনের দেয়া হুমকীর জন্য আমার নেতাকর্মীরা ভীত হয়ে পরেছে। তারা বেলাল হোসেনের সন্ত্রাসী বাহিনীদের জন্য নির্বাচনের মাঠে কাজ করতেও পারছে না। 

 
তিনি বলেন, বেলাল হোসেন এর আগে আমার জানাজা করার ঘোষণা দিয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছিল। বেলাল হোসেনের এসকল কর্মকাণ্ডে পৌরসভা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মনে আতংকের সৃষ্টি হয়েছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিসহ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন তাঁর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক।