নীলফামারীতে বাস-মাইক্রো সংঘর্ষ ভাই-বোন নিহত, আহত ১২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২০ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

নীলফামারীর কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। খবর দেশ রুপান্তর অনলাইন

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জ-রংপুর সড়কের অবিলের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জলঢাকার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার জহুরুল ইসলাম (৭০) ও তার বোন আনোয়ারা বেগম (৬৫)।

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের ভাউলাগঞ্জগামী আজিজ ট্রাভেলের একটি নৈশ কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই মাইক্রোবাসের আরও ১২ যাত্রীকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।