সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুজিব বর্ষের কর্মসূচি গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২০ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বগুড়া থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। সভায় যথাযথ মর্যাদায় মুজিব বর্ষ পালনে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সেমিনারের আয়োজন ছাড়াও থাকবে শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা। এছাড়া মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালনেও কর্মসূচি গ্রহণ করা হয়। 
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, শিরীন সুলতানা প্রমুখ। 
সভায় আরো বলা হয়, দ্বিতীয় শিল্পী সম্মেলনের আয়োজন করা, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শেষদিন পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে। এছাড়া সম্প্রতি বগুড়া শহীদ মিনারে জুতা পায়ে বিশৃঙ্খলা করিদের শাস্তি দাবী করা হয়।