টিএমএসএস বিজয় উৎসব ও মেলার সমাপনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২০ ১৪:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

টিএমএসএস মম ইন বিনোদন জগৎ ঠেঙ্গামারা বালাপাড়া তৌফিক হাসান ময়না মঞ্চে মহান বিজয় দিবস  উপলক্ষে আয়োজিত “বিজয় উৎসব ও মেলা-২০১৯” সমাপনী  শনিবার অনুষ্ঠিত হয়। 
বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান, টিএমএসএস উপদেষ্টা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সাবেক পরিচালক ইজার উদ্দিন, পরামর্শক খোরশেদ আলম,পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম, মোহনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব নাজমুল হক। আরো বক্তব্য রাখেন ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল একাডেমীর কিউরেটর নজরুল ইসলাম,টিএমএসএস পরিচালক ও চীফ (প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন, পরিচালনা পর্ষদের সহকারী সদস্য সচিব মিনতি আকতার বানু প্রমুখ।
মেলায় অংশগ্রহনকারী স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয়। মেলায় বিজয় উৎসবে বিভিন্ন বাঙালি খেলাধুলার আয়োজন করা হয় ও সমাপনী দিনে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম তার বক্তৃতায় বলেন, এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আগামী প্রজন্মের মাধ্যমে হাজার বছরের বাঙালী সংস্কৃতির ধারা বহমান রাখবে মর্মে তিনি প্রত্যাশা করেন।
টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, সাধারণ মানুষের দ্বারা সৃষ্ঠ এই সংগঠন সামাজিক, অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কাজ করছে। তিনি মেলায় অংশগ্রহণকারীর সকল স্টলকে তিন হাজার টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
সভাপতির বক্তৃতায় টিএমএসএস উপদেষ্টা নাজমুল হক বলেন, মেলার আয়োজনে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।