বগুড়ায় গীতা সংঘের ৩ বছর মেয়াদী জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২০ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

সনাতন ধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী গীতা পাঠে সকলকে উদ্বুদ্ধকরণ এবং গীতার আদর্শ মেনে জীবন যাপনের ব্রত নিয়ে কাজ করে যাওয়া গীতা সংঘের ৩ বছর মেয়াদী বগুড়া জেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের বনানী মুকুন্দ গোঁসাই আশ্রমে এক ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটি গঠন অনুষ্ঠান ও গীতা সংঘের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি অমৃত লাল সাহা, কোষাধ্যক্ষ আনন্দ মোহন পাল, প্রচার সম্পাদক গোপাল তেওয়ারী, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি দিপক রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, মিথন রায়, মুকুন্দ গোঁসাই আশ্রমের সভাপতি মনিন্দ্রনাথ মণি প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়ের নিজ হাতে গড়া উক্ত সংঘে এই বছরের কমিটিতে রনজিত কুমার কবিরাজ কে সভাপতি এবং অতুল কুমার সাহা কে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। কমিটিতে আরও স্থান পেয়েছেন সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, সহ-সাংগঠনিক মিথন রায়, অর্থ সম্পাদক বিশ্বনাথ কর্মকার, প্রচার সম্পাদক রাজকুমার সাহা, দপ্তর সম্পাদক শংকর মাহাতো, ধর্মীয় সম্পাদক উজ্জ্বল ঘোষ প্রমুখ।